নবীনগরে হযরত বরকতুল্লা শাহ (রাঃ) স্মরনে ২০১ তম বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পাড়ায় ৬ নং ওয়ার্ডে হযরত বরকতুল্লা শাহ (রাঃ) স্মরণে ২০১ তম বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (০৮-১-২০২০) হযরত বরকত উল্লাহ শাহ্ (রঃ) এর স্মরণে ওরশ ও দোয়ার মাহমিলে উপস্থিত ছিলেন মোঃ শওকত আলী (চেয়ারম্যান কাইতলা দঃ ইউপি), ৬নং ওয়ার্ড
মেম্বার মোঃ আক্তার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া (প্রতিষ্ঠাতা সভাপতি, জনতার মঞ্চ ফাউন্ডেশন), মোঃ সুমন মিয়া (প্রবাসী)।

আরোও উপস্থিত ছিলেন, মাজার কমিটির সভাপতি মোঃ আলী মিয়া (সাবেক মেম্বার), মোঃ রফিক খন্দকার (সিনিয়র সভাপতি), মোঃ হাবিবুর রহমান হাবিব (সহ-সভাপতি), মোঃ রবিউল আলম (সাধারণ সম্পাদক), উপদেষ্টা মোঃ সিরাজ মিয়া, মোঃ মোসলেম মিয়া, কোষাধক্ষ্য রফিকুল ইসলাম (কালু) সহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।

আইএনবি/বিভূঁইয়া