ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরকৈলাশ গ্রাম থেকে ১৬১ ইয়াবাসহ মো. সাইফুল (৩২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।

গ্রেফতারকৃত ওই গ্রামের মো. মঈন উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় থেকে ইয়াবার ব্যবসা করে আসছিল।

হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম অভিযান চালিয়ে চরকিং ইউনিয়নের খাসের হাট এলাকার চরকৈলাশ গ্রাম থেকে মাদক বিক্রেতা সাইফুলকে ১৬১ পিস ইয়াবাসহ আটক করে।

এ ঘটনায় শুক্রবার সকালে হাতিয়া থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া