নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা সাড়ে ৪ কোটি শিক্ষার্থী

আইএনবি নিউজ: ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটবো, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠবো।’ কবিতার এ পংক্তির মতোই গতকাল বুধবার দেশব্যাপী প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। দেশের সকল স্কুল-মাদ্রাসা প্রাঙ্গণ নতুন বইয়ের ঘ্রাণে মুখরিত করে রাখে ক্ষুদে শিক্ষার্থীরা। নতুন বছরের শীতের পরশমাখা ¯িœগ্ধ সকালে সারা দেশের ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৫৮ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১৯৭টি নতুন পাঠ্যবই। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে মেতে উঠে।

শিক্ষা জীবনের প্রথম দিন স্কুলে গিয়েই নতুন বই পেয়ে আনন্দে যেন শেষ ছিল না। নতুন বইয়ের ঘ্রাণ শুকতে শুকতে বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা। গত ১১ বছর আগে যা ছিল কল্পনাতীত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ২০১০ সাল থেকে মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে ইতিহাস সৃষ্টি করেছে। গত ১১ বছরে ৩৩১ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৩৬৯টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০২০ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর গতকাল সকাল ১০টায় কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এবং শিক্ষা মন্ত্রণালয় সাভারে উদর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এ উৎসবের আয়োজন করে। রাজধানীর বিভিন্ন এলাকার ২৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার ক্ষুদে শিক্ষাার্থীরা স্কুল ড্রেস পড়ে ও ছয় শতাধিক শিক্ষক উপস্থিত ছিল। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বেলুন ও কবুতর উড়িয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসব ২০২০ উদ্বোধন করেন। উৎসবের শুরুতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা বেশে নাচে-গানে মঞ্চ মাতিয়ে তোলে। পরে অতিথিদের বক্তব্যের পর ক্ষুদে শিক্ষাার্থীদের হাতে দুটি করে নতুন বই তুলে দেওয়া হয়। শুধু রাজধানীতেই নয়; সারা দেশে এক যোগে বিতরণ করা হয় নতুন বই। শীতের সকালের মিষ্টি রোদে হাতে হাতে নতুন বই, চোখে মুখে খুশির ছটা; নতুন বছরের প্রথম দিন সারা দেশে শিশুরা মেতেছে নতুন বইয়ের উৎসবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, আমরা সকল শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের জন্য আনন্দপূর্ণ করে তুলছি। ২০৪১ সালে আমাদের এসব শিশুরা সোনার বাংলা গড়ে তুলবে। মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন বলেন, বছরের প্রথম দিন সারাদেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়। আজকে তোমরা যারা নতুন বই নিচ্ছো, তোমরাই আমাদের ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়ন করবে।

 

শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার রঙিন আয়োজনে বাড়তি আকর্ষণ ছিলেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। শিশুদের হাতে বই তুলে দেওয়ার সময় তিনি শিশুদের সঙ্গে গল্প জমিয়েছেন। তাদের নানা গল্প ও আনন্দ উচ্ছ্বাসে নিজেকে শামিল করেছেন। বই উৎসবের এই দৃশ্যে অনেকের চোখ আটকে যায়। অনেকেই ক্যামেরাবন্দি করেন দৃশ্যটি।

অপরদিকে রাজধানীর অদুরে সাভারের সরকারি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে বই উৎসবের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বক্তৃতার শুরুতেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করবার জন্য আমরা আরও বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছি। আমরা যুগপোযুগী পাঠ্যবই প্রণয়ন করছি। আমরা আমাদের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করছি, যাতে শিক্ষার্থীদের উপরে পরীক্ষার চাপ কমানো যায়, শিক্ষাকে আনন্দময় করা যায়। তিনি আরও বলেন, শুধু জিপিএ-৫, জিপিএ-৫ এই উন্মাদনার পেছনে যেন না ছুটি। আমার যা পড়ার আছে তা আমি পড়ব, শিখব, চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী ভালো করতে। কিন্তু আমাকে জিপিএ-৫ পেতেই হবে এজন্য আমি পড়াশোনা ছাড়া কিছুই করব না, শরীর চর্চায় সময় দিব না, সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নেব না, তাহলে হবে না। সবকিছু মিলিয়েই একজন পরিপূর্ণ মানুষ আমাদের হতে হবে। পরে মন্ত্রীয় ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের বই তুলে দেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সি সাহাবুদ্দীন আহম্মেদ প্রমুখ।

এনসিটিবি কর্মকর্তারা জানান, গতকাল শিক্ষাবর্ষের প্রথম দিনেই প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের চার কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৫৮ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১৯৭টি পাঠ্যবই। ২০১০ সাল থেকে মাধ্যমিক স্তুরের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করছেন শেখ হাসিনার নেতৃত্বের সরকার। গত ১১ বছরে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৭৩৯ জন শিক্ষার্থীর হাতে ৩৩১ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৩৬৯টি বই তুলে দেওয়া হয়েছে। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা বলেন, বছরের প্রথম দিন নতুন বই হাতে নিয়ে ঘ্রান শুঁকে শিক্ষার্থীরা স্কুলে যাবে, এতে আমরা সফল হয়েছি। সরকারিভাবে প্রতি বছর ৩৫ কোটির বেশি বই ছাপিয়ে বাঁধাই করে দুর্গম অঞ্চলের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার ইতিহাস বিশ্বের কোথাও নেই।

আইএনবি/এনএম