সাবেক হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী মারা গেছেন

আইএনবি নিউজ: ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোয়াজ্জেম আলী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএইচএম) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবেক এ পররাষ্ট্র সচিবকে ২০১৪ সালে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। ভারতে পাঁচ বছর দায়িত্ব পালন শেষে সম্প্রতি সৈয়দ মোয়াজ্জেম আলী নতুন হাইকমিশনারের হাতে দায়িত্ব হস্তান্তর করে ঢাকায় ফেরেন।সময় টিভি

আইএনবি/বিভূঁইয়া