বড়দিন উদযাপন চুরির টাকা উড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক: সিনেমার গল্প মনে হলেও বাস্তবে এমনি একটি ঘটনা ঘটেছে আমেরিকার পশ্চিমের রাজ্য কলোরাডোয় ব্যাংক থেকে চুরি করে সব টাকা আকাশে ছুঁড়ে মারা ঘটনা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) বড়দিনের ঠিক দুই দিন আগে সাদা দাড়িওয়ালা এক ব্যক্তি একাডেমী ব্যাংক থেকে চুরি করে এসে ব্যাংকের বাহিরে দাঁড়িয়ে টাকা আকাশে উড়িয়ে দেয়। আর সে বলতে থেকে মেরি ক্রিসমাস।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, টাকা উড়ানোর পর সে সেখান থেকে পালিয়ে যায়নি। সে রাস্তার বিপরীতে একটি স্টারবাকসের একটি কফি শপের সামনে বসে পড়েন এবং পুলিশের জন্য অপেক্ষা করতে থাকেন।

এদিকে স্থানীয়রা টাকাগুলো কুড়িয়ে নিয়ে ব্যাংকে দিয়ে আসে বলে জানা যায়।

কলোরাডোর পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তির বিষয়ে জানায়, তার নাম ওয়েন অলিভার (৬৫)। ধারণা করা হচ্ছে সে একাই এই চুরির কাজ করেছে। তার সঙ্গে অন্য কেউ ছিল না।

আইএনবি/বিভূঁইয়া