সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ও তার স্ত্রী কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ড. এম, এ মুহিতের বাড়িতে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগে সম্প্রতি দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে গ্রেপ্তার দেখিয়ে অপসারিত সংসদ সদস্য চয়ন ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে। একই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকেও কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের মাওনা এলাকায় একটি বাড়িতে পলাতক থাকা অবস্থায় চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে ছাত্র-জনতার সহযোগিতায় আটক করে পুলিশ।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, ‘গাজীপুরে আটক হওয়ার পর চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শাহজাদপুর থানায় আনা হয়। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাদের শাহজাদপুর চৌকি আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’

 

আইএনবি/বিভূঁইয়া