আইএনবি ডেস্ক: অপারেশন ডেভিল হান্ট’ নামে সারা দেশের মতো কক্সবাজারেও চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান।
আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিশেষ এই অভিযানে কক্সবাজার জেলার বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের অভিযানে কেউ ছাড় পাবে না। ঊর্ধ্বতন নির্দেশনা মেনে অভিযান আরো জোরদার করা হবে।
আটকদের মধ্যে জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি আয়েশা সিরাজ রয়েছেন। এ ছাড়া আটকরা হলেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উখিয়ার রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি রেজাউল করিম, কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ ওরফে ইল্লা মিয়া, শ্রমিক লীগ নেতা নুরুল আলম, কক্সবাজার পৌর ছাত্রলীগের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আকতার কামাল সোহেল, নিষিদ্ধ ছাত্রলীগের সোহেল রানা, সাইফুল, পেকুয়ার রাজাখালী ইউনিয়ন সৈনিক লীগ সভাপতি মোহাম্মদ ফোরকান, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. তুহিন।
এদের বাইরে মহেখালীর তাঁতী লীগের সাবেক সভাপতি সিরাজ উল্লাহ ও বড় মহেশখালী আওয়ামী লীগ নেতা সিরাজুল হকও আটক হয়েছেন।
আইএনবি /বিভূঁইয়া