কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে সরকারি কলেজ রোডে একটি চুরির মামলার আসামি পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করতে গিয়ে সড়কে ছিটকে পড়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্ উদ্দিন মো. ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ওই কনস্টেবলের নাম মহিউদ্দিন (৫৯)। তিনি জেলার মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাঈদুর রহমানের ছেলে। চলতি বছরেই তার অবসরে যাওয়ার কথা ছিল।
আইএনবি/বিভূঁইয়া