নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচলনা করা হয়। বৃৃৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২ পর্যন্ত পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন বুুুুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান। অভিযানে অবৈধভাবে গড়ে উঠা অন্তত শতাধিক দোকান পাঠ উচ্ছেদ করা হয়।

জানা যায়, ঢাকা চট্টগ্রাম-মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী নিমসার বাজারের দু’পাশে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলো স্থানীয় কিছু অসাধু মহল। এনিয়ে অতীতে কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপদ বিভাগ।

বুড়িচং উপজেলার নির্বাহী অফিসার ইমরুল হাসান জানান, মহামান্য হাইকোর্টের রীট পিটিশন নং ১২৭৩৮/২০১৯ এর রায়ের প্রেক্ষিতে নিমসার জুনাব আলী কলেজ সংলগ্ন জে এল নং ২৬ মৌজা -মোকাম, খতিয়ান নং ১৩৩ নং দাগে সড়ক ও জনপদ অধিদপ্তরের ভূমিতে অবৈধ দোকানঘর ও স্থাপনা উচ্ছেদের নোটিশে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করি।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার( ভূমি) তাহমিদা আক্তার, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মো. আহাদ উল্লাহ, বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাসসহ বাজার কমিটির সদস্যবৃন্দ।

আইএনবি/বিভূঁইয়া