কমলাপুর রেলওয়ে কলোনিতে ৫৮০ লিটার মদসহ আটক ৩

আইএনবি নিউজ: রাজধানীর শাহজাহানপুর এলাকার দক্ষিণ কমলাপুর রেলওয়ে সুইপার কলোনি বস্তি থেকে ৫৮০ লিটার দেশি মদসহ এসুরাতনাম (৩৩), মো. মোতালেব হোসেন (৪৯), মো. রফিকুল ইসলাম (৪৬) নামে তিন ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

সোমবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।

র‍্যাব সদরদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (১৫ ডিসেম্বর) রাতে ঢাকা শাহজাহানপুর দক্ষিণ রেলওয়ে সুইপার কলোনি (গোপিবাগ) বস্তিতে অভিযানে যায় র‌্যাব। পালানোর চেষ্টাকালে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছে থেকে ৫৮০ লিটার দেশি চোলাই মদ এবং চারটি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে দেশীয় মদ বিক্রয় করে আসছে।

আইএনবি/বিভূঁইয়া