মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম এলাকায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে চোর সন্দেহে বিপ্লব হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন গ্রামবাসী। এ ঘটনায় জড়িত সন্দেহে চার ব্যক্তিকে জিজ্ঞিসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত বিপ্লব হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দীন আহমেদ জানান, আটিগ্রামে ভোরে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে বিপ্লবকে হত্যা করাা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া