গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বেপরোয়া গতির ট্রাক্টরের সাথে সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী জুয়েল মিয়া (২৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন পলাশশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।
ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টরসহ চালক পালিয়ে যায়।
পলাশশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা না চাওয়ায় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা মামলা হবে।
আইএনবি/বিভূঁইয়া