বিমানবন্দরে যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩

আইএনবি ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টায় তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করছে বিমানবন্দর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—মো. নূর আলম (২৮), মো. রাজু আহমেদ ওরফে জাহিদ (৩১) ও অন্তর মিয়া (২১)।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে তিন ছিনতাইকারী বিমানবন্দর গোলচত্বর এলাকায় আগত যাত্রীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে। তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর ছিনতাইকারীদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আইএনবি/বিভূঁইয়া