দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে মাছের আড়ত সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে একজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুইজনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা ৮টি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানগুলো দুমড়ে মুচড়ে যায়। সোমবার সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটের রাণীগঞ্জ বাজারের মাছের আড়ত সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করা হয় এবং চালক দিনাজপুরের সদরের রামনগর গ্রামের সিদ্দিক হোসেন (৪০)-কে আটক করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া