চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার মঙ্গলবার রাত ৯টার দিকে সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের নদীর ধারে দামুড়হুদা সীমান্তে বোমা বিস্ফোরণে নবিউল ইসলাম নবীন (৩৮) নামে একজন আহত হয়েছেন।
রাত ১০টার দিকে শরীরে অসংখ্য বোমার স্প্রিন্টার নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন তিনি। আহত নবিউল ইসলাম একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
জানা গেছে, রাতে নাস্তিপুর গ্রামের নদীর ধারে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পায় গ্রামবাসীরা। পরে তারা ঘটনাস্থলে এলে নবীনকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার শরীরে অসংখ্য বোমার স্প্রিন্টারের চিহ্ন দেখা গেছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত নবীন বলেন, প্রচণ্ড গরমে নদীর ধারে হাঁটাহাঁটি করছিলাম। এসময় হোঁচট খেয়ে পড়ে যাই। পরে বিকট শব্দ শুনতে পাই। এরপর কিছু বুঝে উঠার আগেই চারপাশ ধোয়ায় অন্ধকার হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীন সীমান্তে মাদক কারবারের সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে, বোমা বানানোর পর তা মাটির নিচে পুঁতে রাখতে গিয়ে বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন।
এ ব্যাপারে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি এখনও স্পষ্ট নয়। খোঁজখবর নেওয়া হচ্ছে। আহত ব্যক্তিকে পুলিশ পাহারায় রাখা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া