পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কামালনগর চৌরাস্তা এলাকায় বাইপাস সড়কে শুক্রবার (২৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।

পুলিশ বলছে, নিহত দুজন চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার মুনজিতপুর এলাকার মামুনুর ইসলাম ওরফে দ্বীপ (২২) ও কালীগঞ্জ উপজেলার উজিরপুর এলাকার আব্দুল সবুর সরদার সাইফুর রহমান (৩৩)। সাইফুর শহরের মুনজিতপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, ৩১ অক্টোবর পাওখালি এলাকায় সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে এক বিকাশ এজেন্টের মাথায় পিস্তল ঠেকিয়ে ২৬ লাখ টাকা ছিনতাই করা হয়। এ ঘটনায় পুলিশ সাতক্ষীরার নিউ মার্কেট এলাকা থেকে মামুনুর ও আব্দুলকে গ্রেফতার করে।

পুলিশের ভাষ্যমতে, কালীগঞ্জ থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ গতকাল দিনগত রাত সাড়ে তিনটার দিকে গ্রেফতার করা দুজনকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয়। শহরের কামালনগর চৌরাস্তা এলাকার বাইপাস সড়কে পৌঁছালে তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায় ও গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও গুলি ছোড়ে। এ সময় দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

আইএনবি/বিভূঁইয়া