শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলার বুড়িরহাট পলিটেকনিক ইন্সটিটিউটে মাঠে এই নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে শরীয়তপুর জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেনিক সভাপতি প্রকৌশলী বাবুল চন্দ্র মালো, শরীয়তপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ স.ম.জাহাঙ্গীর আখতার, পালং মডেল থানার পরিদর্শক মোঃ আশরাফুল আলম প্রমুখ।
এ সময় উপস্থিত উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আইএনবি/বিভূঁইয়া