যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে দুটি ঝড়

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে পশ্চিম উপকূলের প্রশান্ত মহাসাগরে আর একটি ঝড় তৈরী। থ্যাংক্সগিভিং এর ছুটিতে সবচেয়ে বেশি ভ্রমণ ও পর্যটনের ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রে। এই ঝড়ের ফলে পুরো ছুটিই ঝুঁকির মুখে পরেছে। দ্য গার্ডিয়ান

এদিকে বাতাসের গতিবেগ বলছে নিউ ইয়র্কের বিখ্যাত থ্যাংক গিভিং প্যারেড চলাকালে আছড়ে পরতে পারে নতুন একটি শীতল ঝড়। ইতোমধ্যেই এক শহর পুরু তুষারে ঢেকে গেছে। এদিকে পশ্চিম উপকূলের রাজ্যগুলো থেকে প্রায় ২ লাখ মানুষ মরে গেছেন। সেখানে আঘাত হানতে যাচ্ছে সাইক্লোন বম্ব। ক্যালিফোর্নিয়া ছেড়েছেন ৭৬ হাজার জন, ইন্ডিয়ানা ৫৪ হাজার, মিশিগান ৩৮ হাজার, উইশকনসিন ২৮ হাজার এবং কেন্টাকি ২০ হাজার জন। ক্যালিফোর্নিয়ার বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ নেই। এই ধরণের পরিস্থিতি এড়াতে প্রস্তুতি শুরু করেছে নিউ ইয়র্কের বিদ্যুৎ বিভাগ।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন র্যুটে এখ নপর্যন্ত বাতিল হয়েছে ৫৭৫টি ফ্লাইট। এই সময়ের মধ্যে রেকর্ড ৩ কোটি ১৬ লাখ যাত্রীর বিভিন্ন স্থানে ভ্রমণের কথা রয়েছে। এখ নপর্যন্ত বাতিল হয়েছে ৯৬টি ফ্লাইট। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা চললে আকাশ পরিবহন সেবায় সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসতে পারে।

আইএনবি/বিভূঁইয়া