৫ ডিসেম্বর পর্যন্ত খালেদার জামিন শুনানি মুলতবি

আইএনবি নিউজ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলে জামিন আবেদনের শুনানি শুরু হয়েছে। আংশিক শুনানি শেষে ৫ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আদালত। ওইদিন চিকিৎসা সংক্রান্ত নথির বিষয়ে শুনানি হবে। হাইকোর্টে জামিন আবেদন খারিজের বিরুদ্ধে করা আপিলে তিনি এ জামিন চেয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি হয়। গত ২৫ নভেম্বর(সোমবার) শুনানি পিছিয়ে ২৮ নভেম্বর ধার্য করা হয়েছিল।

এদিকে শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়। প্রতিটি প্রবেশপথ ও আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

আইএনবি/বিভূঁইয়া