সিলেট প্রতিনিধিঃ শনিবার সকাল ১০টার দিকে দু’টি নম্বর থেকে অন্তত ২০বার কল করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় সিসিকের জনসংযোগ কর্মকর্তা মো. শাহাব উদ্দিন শিহাব কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।যার নং (নম্বর ২১৯০)। সেই সঙ্গে নিরাপত্তা চেয়ে এসএমপি পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছে তিনি।
এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সকাল ১০টার দিকে স্কুলের জন্য সিলেট বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জায়গা দেখে ফিরছিলাম। পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশে ওই ভূমি দিয়েছে বিভাগীয় ক্রীড়া সংস্থা। ওখান থেকে ফেরার সময় দু’টি মোবাইল নম্বর থেকে কল করে অশ্রাব্য গালিগালাজ করতে থাকে দুর্বৃত্তরা।
আইএনবি/বিভূঁইয়া