পাবনা প্রতিনিধিঃ পাবনা সদরের সোমবার (২৫ নভেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে ভাওডাঙ্গা থেকে অস্ত্র-গুলি ও চরঘোষপুর থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব পাবনা ক্যাম্পের সহকারী পরিচালক আমিনুল কবীর তালুকদার মঙ্গলবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাওডাঙ্গার কালুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মৃত ইউসুফ আলী প্রামানিকের তিজাম হোসেনকে (৩৪) আটক করে। এ সময় তার কাছে থাকা ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি রিভালবার, ১টি শুটারগান এবং ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। র্যাবের দাবী, আটককৃত তিজাম অবৈধ অস্ত্র ব্যবসায়ী।
অন্যদিকে একই উপজেলার চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে চরভবানীপুর গ্রামের মৃত জাবেদ মল্লিকের ছেলে সাইদুল মল্লিককে ৩২০ পিস ইয়াবা আটক করে র্যাব সদস্যরা। আটককৃত সাইদুল মল্লিক দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিল।
এদিকে সোমবার রাতেই উদ্ধারকৃত অস্ত্র, গুলি, মাদকসহ আটককৃত দুইজনকে পাবনা সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর সোপর্দ করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া