সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা রোববার (২৪ নভেম্বর) দুপুরে আরেফিন টিলায় হাসনু চৌধুরী ও মামুন চৌধুরী নামের দুই ব্যবসায়ীর পাথরের গর্তে পাথর চাপা পড়ে আব্দুল মোতালেব নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় মোতালেবের স্ত্রী বানিসা বেগমও আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল কানু বলেন, শাহ আরেফিন টিলার হাসনু চৌধুরী ও মামুন চৌধুরীর পাথরের গর্ত রয়েছে। সেখান থেকে পাথর উত্তোলন করতে গিয়ে গর্তের পাড় ধসে চাপা পড়ে আহত হন আব্দুল আওয়াল ও তার স্ত্রী বানিসা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আওয়ালের মৃত্যু হয়।
পরিবেশ অধিদপ্তরকে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন শাহ আরেফিন টিলায় বারবার অভিযান চালালেও অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ হয়নি।
আইএনবি/বিভূঁইয়া