কুমার নদের তীর ধসে ঘরবাড়ি বিলীণ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর শহর সংলগ্ন কুমার নদের তীর ধসে শনিবার ভোররাতে ঘর-বাড়ি ও গাছপালা নদী গর্ভে বিলীণ হয়ে গেছে। আতংকে রয়েছে পাঠককান্দি এলাকার শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার লক্ষ্যে ৩০ লাখ টাকার বরাদ্দ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকের কাছে আবেদন করেছে। তাছাড়া ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি সাহায্য দেয়া হবে বলে জেলা প্রশাসন জরুরীভাবে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে যে, মাদারীপুর শহর সংলগ্ন প্রবাহিত কুমার নদের তীর ধসে শনিবার ভোররাতে একটি খানকা শরীফসহ চুন্ন গৌড়া, মুরাদ হাওলাদার, আলী সরদারের বাড়িসহ ৫/৬ টি বাড়ি নদের গর্ভে বিলীণ হয়ে যায়। এই সময় পাঠককান্দি এলাকাবাসী বিশেষ করে নদী সংলগ্ন ঘর-বাড়িতে বসবাসকারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা এনডিসি রেকসোনা খাতুন সরেজমিন ঘুরে দেখেছেন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ৩০ লাখ টাকার বরাদ্দ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানা গেছে।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, কুমারের ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপসহ ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগীতা দেয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া