বরিশাল প্রতিনিধি: বরিশালের রূপাতলী এলাকায় শুক্রবার (২২ নভেম্বর) রাত দেড়টার দিকে সোনারগাঁও টেক্সটাইল মিলের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, শুক্রবার রাতে ওই মিলের তুলার গোডাউনে হঠাৎ ধোঁয়া দেখতে পায় শ্রমিকরা। মুহূর্তেই তা চারদিকে ও ভেতরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আইএনবি/বিভূঁইয়া