কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ভৈরব রেল স্টেশনের কাছে আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রিলিফ ট্রেন আসার পর উদ্ধার তৎপরতা শুরু হবে।
আইএনবি/বিভূঁইয়া