পুরান ঢাকায় অটোতে ককটেল বিস্ফোরণ

আইএনবি ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক:পুরান ঢাকায় রোববার (১৯ নভেম্বর) কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের পাশে একটি সিএনজিচালিত অটোরকিশায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভায়। এতে ওই অটোতে আগুন ধরে যায়।

জানা গেছে, অটোটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিল। আচমকা এ সময় অটোর সামনের গ্লাসে এসে পড়ে ককটেল। মূহূর্তেই গ্লাসটি চূর্ণবিচূর্ণ হয়ে সিএনজিতে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

আইএনবি/বিভূঁইয়া