আইএনবি নিউজ: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন সড়ক আইন-২০১৮ সংশোধন বা পরিমার্জনের দাবিতে অঘোষিত ধর্মঘট পালন করেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। এরই প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের উপর।
বুধবার (২০ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় রুদ্ধদ্বার বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। তাই ধর্মঘটের চাপে নতুন আইনে অঘোষিত শিথিলতা আনা হতে পারে বলে মনে করছেন অনেকে।
এদিকে, ধর্মঘট প্রত্যাহারের ফলে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকেই রাজধানীতে গণপরিবহনের চাপ লক্ষ্য করা গেছে। আর নতুন আইন বাস্তবায়নে ঢাকার ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘ট্রাফিক পক্ষ’, যা চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। এই ১৫ দিন মূলত নতুন সড়ক আইনটি গণপরিবহন চালক, হেলপারসহ যাত্রী ও পথচারীদের কাছে পরিচয় করিয়ে দেওয়া হবে।
আইএনবি/বিভূঁইয়া