সিলেট প্রতিনিধি: সিলেট নগরের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২৭৯টি মোবাইল ফোন, ২টি প্রাইভেট কার ও ১টি মোটর সাইকেলসহ ৪ চোরাকারবারিকে আটক করেছে ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেন। বুধবার (২০ নভেম্বর) তাদেরকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়েছে।
গত শনিবার (১৬ নভেম্বর) থেকে মঙ্গলবার (১৯ নভেম্বর) পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নগরের পশ্চিম শাহীঈদগাহ অন্তরঙ্গ ৬৮ নম্বর বাসার মোশাররফ হোসেন খান (৩৮), দক্ষিণ সুরমার কায়েস্তরাইলের জাহাঙ্গীর হোসেন (৩৪), কাজিটুলা মক্তবগলির ৪৪ নম্বর হাফিজ মঞ্জিলের ফারুক মিয়া (৩৬) ও মাদরাসা রোডের মাহমদ আলীর বাসার জহিরুল ইসলাম সোহাগ (৩৯)।
অভিযান চালিয়ে চোরাকারবারে ব্যবহৃত সাদা রঙের আরেকটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল আটক করে পুলিশ। একইসঙ্গে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাকারবারের সঙ্গে জড়িত ৪ যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় ২৭৯টি এনড্রয়েড মোবাইল ফোন।
আইএনবি/বিভূঁইয়া