আড়াই কিলোমিটার পদ্মা সেতুর ১৬তম স্প্যানে দৃশ্যমান

আইএনবি নিউজ: দৃশ্যমান হলো আড়াই কিলোমিটার পদ্মা সেতুর ১৬তম স্প্যান স্থাপনের মাধ্যমে । এর আগে ১৫টি স্প্যান বসানোর মাধ্যমে ২ কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়েছিল। এ মাসে আরও ৩টি স্প্যান বসে গেলে সেতুর প্রায় অর্ধেক দৃশ্যমান হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর সোয়া ১টায় পদ্মা সেতুর ১৬তম স্প্যান ‘৩ডি’ বসানো হয়েছে।

পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির জানান, স্প্যানটি ১৬ ও ১৭ নম্বর পিলারের উপর বসানো হয়েছে। সেতুর ২৪শ’ মিটার বা প্রায় আড়াই কিলোমিটার দৃশ্যমান হলো। এছাড়া এ মাসেই পদ্মা সেতুতে বসতে যাচ্ছে অন্তত আরও ২টি স্প্যান। আগামী কয়েকদিনের মধ্যেই ‘৪ডি’ নম্বর স্প্যানটি ২২ ও ২৩ নম্বর খুঁটিতে বসানো হবে। এটির প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এ ছাড়া ২১ ও ২২ নম্বর পিলারের উপর আরও একটি স্প্যান এ মাসেই বসানো হবে।

আইএনবি/বিভূঁইয়া