চৌমুহনী বাজারে মার্কেটে ভয়াবহ আগুন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনী রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় ওই এলাকার রেলস্টেশন সংলগ্ন ইসলামীয়া মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ব্যবসায়ীরা।

নোয়াখালী ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ৫টি ইউনিট কাজ করছে। তবে রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইএনবি/বিভূঁইয়া