আমতলীতে অস্ত্র ও মাদকসহ মাদক ব্যবসায়ী কাওসার গ্রেপ্তার

আমতলী প্রতিনিধি: র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা বরগুনার আমতলী পৌরশহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমতলীর চিহ্নিত মাদক ব্যবসায়ী ১৪টি মাদক মামলার পলাতক আসামি মো. কাওছার (৪৫) কে গ্রেপ্তার করে।

 

র‌্যাব সূত্রে জানা গেছে, রোববার ভোর ৫টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দলের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোয়েব আহমেদ খানের নেতৃত্বে আমতলী পৌরশহরের পোস্ট অফিস সংলগ্ন মো. আজাহার উদ্দিন ডিলারের পুত্র ১৪টি মাদক মামলার পলাতক আসামি চিহ্নিত মাদক কারবারী মো. কাওসারকে তার নিজ বাসা থেকে আটক করে।

এ সময় আটককৃত আসামির বসতঘরে তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি ও ২০০পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা জিজ্ঞাষাবাদ শেষে রবিবার দুপুরে আটককৃত কাওসারকে আমতলী থানায় হস্তান্তর করেছে।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে আমতলী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, আটককৃত কাওসারকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া