বিদেশি পিস্তলসহ মাদক সম্রাট গ্রেপ্তাতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একাধিক মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী খরেজামালকে (৩০) তিনটি বিদেশি পিস্তল ও ১শ বোতল ফেন্সিডিলসসহ গ্রেপ্তাতার করেছে র‌্যাব।

শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বাজারে তার দোকান থেকে তাকে গ্রেপ্তাতার করা হয়।

আটককৃত মাদক সম্রাট খরেজামাল উপজেলার চন্দ্রপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে এবং সে খরেজামাল চন্দ্রপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য আলোর ছোট ভাই।

স্থানীয়রা জানান, হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের কালো দুটো গাড়ী চন্দ্রপুর বাজারে আসে। এসেই চন্দ্রপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য আলোর ছোট ভাই মাদক সম্রাট খরেজামালের দোকানে অভিযান চালায়।

ওই সময় র‌্যাব-১৩ সদস্যদের দেখে বর্তমান ইউপি সদস্য ও আলোচিত মাদক সম্রাট আলো সু-কৌশলে দোকান থেকে সরে যায়। পরে র‌্যাব সদস্যরা অভিযান চালালে তিনটি বিদেশি পিস্তলসহ ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় র‌্যাব- ১৩ মাদক সম্রাট খরেজামাল গ্রেপ্তাতার করে।

র‌্যাব-১৩ সদস্যরা জানান, প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের সকল তথ্য নিশ্চিত করা হবে।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে জানতে পেরেছি র‌্যাব সদস্যরা মাদক সম্রাট খরেজামালকে গ্রেপ্তাতার করেছে।

আইএনবি/বিভূঁইয়া