বগুড়া প্রতিনিধি: বগুড়া থেকে সড়কপথে সকল বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার ঘোষিত নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে শনিবার সকাল থেকে পূর্ব কোন ঘোষণা ছাড়াই বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা এই বাস চলাচল বন্ধ করে দিয়েছে অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, সরকার ঘোষিত নতুন সড়ক নিরাপত্তা আইনের আওতায় ১ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও বর্ধিত সময়ে গত কয়েক দিন সচেতনতামূলক কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিল প্রশাসন। ফলে গত দুই সপ্তাহ শিথিল ছিলো নতুন আইনের কার্যকারিতা।
আগামী কাল রোববার থেকে আইন কার্যকর হতে পারে, এমন আশঙ্কায় এক শ্রেনীর প্রভাবশালী নেতা নামধারীদের ছত্রছায়ার পরিবহন শ্রমিকেরা শনিবার সকাল থেকেই পূর্ব কোন ঘোষণা ছাড়াই অঘোষিত ধর্মঘট পালন শুরু করছেন। এদিকে শ্রমিক নামধারীদের এই অমানবিক হঠাৎ অঘোষিত এ কর্মসূচীর ফলে বগুড়া থেকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ছাড়াও বগুড়া-জয়পুরহাট, বগুড়া-রংপুর, বগুড়া-নওগাঁ, বগুড়া-গাইবান্ধা, বগুড়া-দিনাজপুর, বগুড়া-নাটোর, বগুড়া-রাজশাহী, বগুড়া-সিরাজগঞ্জ-নগরবাড়ি, বগুড়া -ময়মনসিংহ ও টাঙ্গাইল এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সড়কপথে সব ধরনের সকল বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে ।
পূর্ব কোন ঘোষণা ছাড়াই আকস্মিক বাস চলাচল বন্ধ ঘোষণা করায় ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।
এ বিষয়ে বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শ্রমিকদের ধর্মঘট সম্পর্কে তার কিছুই জানা নেই। তিনি আরো বলেন ধর্মঘট বিষয়ে বাস মালিকদের সঙ্গে এ নিয়ে আগে কোনো আলোচনা হয়নি।
আইএনবি/বিভূঁইয়া