ট্রলির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ভোলা প্রতিনিধি:ট্রলিধাক্কায় ভোলার লালমোহনে এক এসএসসি পরীক্ষার্থী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামে সোমবার (২৯ মে) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আহসানুল হক প্রভাত একই গ্রামের মৃধা বাড়ির মনিরুল হক মিঠুর ছেলে এবং লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

লালমোহন থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় আহসানুল হক প্রভাত মোটরসাইকেল চালিয়ে লালমোহন শহর থেকে নিজ বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি ধুমড়ে মুচরে রাস্তার পাশে তালগাছের সঙ্গে ধাক্কা লাগে. এতে গুরুতর আহত হয় পরীক্ষার্থী প্রভাত।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎস্যক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ট্রলিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া দুর্ঘটনায় কেউ অভিযোগ করেনি বলে জানান ওসি মাহাবুবুর রহমান

 

আইএনবি/বিভূঁইয়া