লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জলদস্যু ফকির বাহিনীর সক্রিয় দুই সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। আটক দুইজনের নাম রাসেল ও ইলিয়াস।
র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. আবু ছালেহ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে নোয়াখালীর চর জব্বার থানাধীন চরবাগ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি এলজি, চার রাউন্ড কার্তুজ ও তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
আটক ইলিয়াছ নোয়াখালীর দক্ষিণ চরবাগ্গা গ্রামের আবদুল গণির ছেলে ও রাসেল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের ফকরুদ্দিনের ছেলে। ঘটনাস্থলে জলদস্যুরা বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করে।
জানা গেছে, ইলিশ মৌসুমকে সামনে রেখে জলদস্যু বাহিনীর সদস্যরা মেঘনার মোহনা ও বঙ্গোপসাগর এলাকায় তৎপর হয়ে উঠেছে। তারা জেলেদের অপহরণ, খুন, ট্রলার ছিনতাই ও মোবাইলের মাধ্যমে চাঁদাবাজি করে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে।
র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. আবু ছালেহ বলেন, আটকদের বিরুদ্ধে চরজব্বার থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া