ছুরিকাঘাতে অজ্ঞাত যুবক নিহত

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের কাস্টঘর এলাকায় অজ্ঞাত এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কোতোয়ালী থানার একদল পুলিশ নগরের কাস্টঘর এলাকায় টহলকালে ছুরিকাঘাতে আহত এক যুবককে উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ ফারুক আহমদ জানান, যুবকের ডান হাঁটুর ওপরে ছুরিকাঘাত এবং রক্তক্ষরণ হতে দেখা গেছে। খুনের প্রাথমিক কিছু আলামতও পাওয়া গেছে।

আইএনবি/বিভূঁইয়া