পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে র্যাবের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আনিছুর রহমানের ভ্রাম্যমাণ আদালত শহরের কাজী পাড়া সড়কের তিনটি ক্লিনিককে বিভিন্ন অভিযোগে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পটুয়াখালী কাজী পাড়া এলাকায় বৃহস্পতিবার বেলা ১২ টায় সেন্ট্রাল হাসপতালে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন প্রচুর ওষুধ পায় র্যাবের একটি দল। পরে এর পার্শবর্তী পটুয়াখালী ক্লিনিক, গ্রীণ ভিউ হাসপাতালে অভিযান চালায় র্যাব।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা, মেয়াদ উত্তীর্ন ওষুধ, ডাক্তার ছাড়া ল্যাাবরেটারীর রিপোর্ট করার অভিযোগে পটুয়াখালী ক্লিনিককে ৭০ হাজার এবং গ্রিণ ভিউ ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করে আদালত।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার রইস উদ্দীন জানান মানুষের সাথে প্রতারণা করে ব্যবসা পরিচালনা করছে ক্লিনিকগুলো। গত কয়েকদিনে পটুয়াখালী থেকে ভুয়া ডাক্তার আটক করেছে তারা। আজ এই অভিযানে মেয়াদ উত্তীর্ন ওষুধ, রিপোর্ট পাওয়া গেছে। এগুলো কোন ভাবে গ্রহণযোগ্য নয় বলে দাবি তাদের। র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া