কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে শিশু ও নারী উন্নয়নে সচেতনামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় আয়োজিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসার মো.শাহজাহান আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি।
এতে অংশ নেন-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,ইমাম ও গণমাধ্যমের নেতৃবৃন্দ।
আইএনবি/এম.এ/বিভূঁইয়া