শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর এলাকা থেকে মিঠুন ও আমজাদ নামে দুই ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে জাজিরা উপজেলার বিলাসপুর শফি কাজীর মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকার মৃত মোয়াজ্জেন মীরের ছেলে সৈয়দ মিশন ওরফে মিঠুন মীর (২৮) ও একই উপজেলার পাঠক কান্দি গ্রামের মৃত আলি আহামেদ মাদবরের ছেলে আমজাদ হোসেন মাদবর (৪৮)।
জাজিরা থানার অফিসার ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, পুলিশ পরিচয়ে র্দীঘদিন ধরে পুলিশের গাড়ির মতো একটি গাড়ি নিয়ে জাজিরা আসে। রবিবার রাতে জাজিরা উপজেলার বিলাসপুর এলাকায় গিয়ে পুলিশ পরিচয় দিয়ে ইলিশ মাছ নিয়ে আসে। খবর পেয়ে এস,আই মনির হোসেনের নেতৃত্বে জাজিরা থানা পুলিশের একটি দল বিলাসপুর শফি কাজির মোড় অভিযান চালিয়ে মিঠুন ও আমজাদ নামে দুই ভুয়া পুলিশকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে একটি পুলিশের মতো গাড়ি, একটি ওয়াকিটকি, দেখতে পিস্তলের মত দুইটি লোহার ইস্পাত ও এক বস্তা ইলিশ মাছ উদ্ধার করা হয় ।
আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আইএনবি/জে এম/বিভূঁইয়া