বিষপানে গৃহবধূর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বুধবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিষপানে মোসা. সোমা খাতুন (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়াপ গেছে।

সোমা আক্তার উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।

জিয়াউর রহমান বলেন, ‘আমার মেয়ে তার স্বামী আলাউদ্দিনের বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বলে সন্ধ্যায়  জানতে পারি। পরে রাত ২টার দিকে আমি মাইক্রোতে করে মেয়ের লাশ বাড়িতে পাঠাই। আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশটি থানায় নিয়ে গেছে।’

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, সোমা খাতুন কিছুদিন আগে পরিবারের অজান্তেই আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। আলাউদ্দিনের প্রথম স্ত্রী’র কথা জানার পর বুধবার সকালে সোমা খাতুন তার স্বামীর বাড়িতে উপস্থিত হন। এ সময় আলাউদ্দিন তার সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। এরই এক পর্যায়ে সোমা খাতুন বিষপান করেন।

তিনি আরো জানান, মারা যাওয়া সোমা খাতুনের স্বামী আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আিইএনবি/বিভূঁইয়া