ক্রিড়া ডেস্ক: বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ক্রিকেটারদের ধর্মঘটে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন।
সাকিব আল হাসানরা দেশের ক্রিকেট ঠিকভাবে চলছে না-এমন অভিযোগ তুলে ১১ দফা দাবি উত্থাপন করেছেন । দেশের শীর্ষ পর্যায়ে খেলা ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন-এসব দাবি পূরণের নিশ্চয়তা না পেলে জাতীয় দল এবং প্রথম শ্রেণীর সব ক্রিকেটাররা কোনো ধরনের ক্রিকেটে অংশ নেবেন না। ক্রিকেটারদের এমন দাবির পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিসিবি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আরও বলেন, সমস্যা সমাধানের সুযোগ না দিয়ে ধর্মঘট করাকে ষড়যন্ত্রের অংশ অ্যাখ্যা দিলেন । মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি ইঙ্গিত করেন এমন ধর্মঘট দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফসল
আইএনবি/বিভূঁইয়া