ঈশ্বরদী রেল গেট এলাকায় ফ্লাই ওভারের দাবী

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী পৌরশহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রেল গেট এলাকায় ট্রেন ক্রসিংয়ে একটি ফ্লাই ওভারের দাবী এলাকাবাসীর।

বাস টার্মিনাল সংলগ্ন ইশ্বরদী রেল গেট খুবই জনবহুল ও গুরুত্বপূর্ণ একটি জায়গা। ঈশ্বরদী উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার বলে খ্যাত উত্তর বঙ্গ তথা পাবনা জেলার একটি গুরুত্বপূর্ন উপজেলা। এই রাস্তা দিয়ে অনেক মানুষ একাধিকভাবে যাতায়াত করেন। জনবহুল এই জায়গায় ট্রেন ক্রসিং হওয়ায় ট্রেন চলাচলের সময় গেইট বন্ধকালিন সময়ে এখানকার মানেষের দুর্ভোগের অন্ত থাকেনা। অল্পতেই লেগে যায় বিশাল জ্যাম। প্রতিদিনি এখানে দিয়ে প্রায় কুড়িটির মতো ট্রেন চলাচল করে। মানুষের চলাচলের জন্য একটি ফ্লাই ওভার জরুরী হয়ে পড়েছে। এটি এখন এই অঞ্চলেল মানুষের প্রানের দাবী।

আইএনবি/সম্পাদনা- বিভূঁইয়া