টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘন কুয়াশায় দুর্ঘটনা রোধে সেতু এলাকায় টোল আদায় বন্ধ রাখায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) মধ্যরাত থেকে সোমবার (২৫ জানুয়ারি) সকাল পর্যন্ত বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে শীতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সেতু এলাকায় দুর্ঘটনারোধে রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় চারবার টোল আদায় বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।

আইএনবি/বিভূঁইয়া