চট্টগ্রাম প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ
সোমবার (১১ জানুয়ারি) শুরু হচ্ছে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব-২০২১। উৎসব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, টেকসই পর্যটন খাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ক্ষেত্র হতে পারে। বিশেষ করে অ্যাডভেঞ্চার পর্যটনে দেশ-বিদেশের মানুষকে আকৃষ্ট করতেই এই আয়োজন, যা দেশের জাতীয় অর্থনীতিতেও বিপুল ভূমিকা রাখতে পারে।
আইএনবি/বিভূঁইয়া