গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের গাছা থানার হাজীরপুকুর এলাকা গতকাল বুধবার (৬ জানুয়ারি) রাতে থেকে অভিযান চালিয়ে ৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন মো. এরশাদ মোল্লা (৩৭), মোহাম্মদ ফারুক (৩১), মো. শরিফুল ইসলাম সুমন (৪০) ও সাহিদুল ইসলাম সোহেব (৩০)।
র্যাব-১ এর গাজীপুর কম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নগরীর গাছা থানার ছয়দানা হাজীরপুকুর স্টিলটেক ইন্ডাস্ট্রিজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালানো হয়। অভিযানকালে একটি প্রাইভেট কারে থাকা চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকপাচারের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া