সিলেট প্রতিনিধি:সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় বুধবার সকাল ৯টার দিকে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ যাত্রী।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন। আরও ৪ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইএনবি/বিভূঁইয়া