নিজস্ব রিপোর্টার:
মুন্সীগঞ্জের জুয়েল রায় চৌধুরী এর ছোট মেয়ে অদ্রি রায় চৌধুরী জন্মের পর থেকেই চোখে দেখতে পারছেনা। তার চিকিৎসার জন্য সকলের কাছে মানবিক সাহায্য চেয়েছেন জুয়েল। প্রয়োজনে আইএনবি নিউজ এর বার্তা সম্পাদকের সাথে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ:
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ
১৪, কাকরাইল রোড (৫ম তলা)
শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭।
ফোন:০১৬৮৮৩৪০৮৯৭
ক্লাব ৯৪ এবং ৯৬ গ্রুপের এডমিন প্যানেলের সকল বন্ধুসহ অন্যান্য বন্ধুরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
ক্লাবের এডমিন প্যানেলের এডমিন অনিক এর ফেইসবুক ওয়ালে পোস্ট করেছেন। তা হুবুহু তোলে ধরা হলো।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”
আমাদের মুন্সীগঞ্জের বন্ধু জুয়েল রায় চৌধুরী এর ছোট বাবুটা অদ্রি রায় চৌধুরী সাত মাসে premature জন্মগ্রহণ করে । দীর্ঘ দুই মাস আইসিইউতে থাকার পর তাকে বাসায় আনা হয়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক দেখা গেল যে বাবুটি চোখে দেখতে পাচ্ছে না ।
কয়েকজন চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর জানা গেল তার চোখের সাথে ব্রেনের সম্পর্ক ছিন্ন হয়েছে।এমতাবস্থায় বাচ্চাটিকে ভারতের হায়দ্রাবাদে চিকিৎসা করানো ছাড়া কোন উপায় নাই।আমরা সবাই জানি ভারতে চিকিৎসা কতটা ব্যয়বহুল।এমত অবস্থায় অনন্যপায় হয়ে বন্ধুটি আমাদের কাছে সহযোগিতা চেয়েছে।
তার চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা দরকার।#আমরা_সকলের_সহযোগিতা_করলে_আমাদের #এই_বাচ্চাটি_ভবিষ্যতে_হয়তো_চোখে_দেখতে #পাবে। তাই সকল বন্ধুদের কাছে আবেদন যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতার হাত বাড়াবো l সহযোগিতার জন্য নিচে বিকাশ নাম্বার দেওয়া হল :
আইএনবি/এমডি বাবুল ভূঁইয়া