কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফের শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে নাফ নদীর এক নম্বর স্লুইস গেইট এলাকায় বিজিবির টহল দলের সঙ্গে কথিত গোলাগুলিতে একজন নিহত হয়েছে।
নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি বিজিবি।
বিজিবির দাবি, নিহত ব্যক্তি একজন ইয়াবা কারবারি ছিলেন। এ ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে বলেও দাবি করা হয়েছে বিজিবির পক্ষ থেকে।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল বলেন, ‘এসময় ২ বিজিবি সদস্য আহত হন। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে দুই লাখ ১০ হাজার ইয়াবা, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও খালি খোসা উদ্ধার করা হয়। আহত দুই বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
আইএনবি/বিভূঁইয়া