স্বামীর কাছে গৃহবধূর আপত্তিকর ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূর আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠিয়ে সংসার ভাঙার চেষ্টা করায় মো. আসলাম (২২) নামে এক বখাটেকে বুধবার বিকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের সৈয়দপুর এলাকার যুবক মো. আসলামের সঙ্গে একই এলাকার এক গৃহবধূর বন্ধুত্বের সম্পর্ক ছিল। এই সম্পর্কের কারণে মেয়েটির কিছু গোপনীয় ছবি তুলে নেয় আসলাম। এক পর্যায়ে এসব ছবি ব্যবহার করে আসলাম মেয়েটির কাছে আপত্তিকর প্রস্তাব দেয়।

কিন্তু মেয়েটি তার প্রস্তাবে রাজি না হলে সেসব গোপন ছবি গৃহবধূর স্বামীর কাছে পাঠিয়ে দেয়। এতে মেয়েটির সংসারে অশান্তি শুরু হয়েছে। ফলে বুধবার বিকালে ওই গৃহবধূ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অভিযোগ দায়ের করলে থানার পুলিশ বখাটে আসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বখাটে আসলাম গৃহবধূর আপত্তিকর ছবি তার স্বামী কাছে পাঠিয়ে সংসার ভাঙার চেষ্টা করে। এই অভিযোগ পেয়ে আমরা তাকে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আইএনবি/বিভূঁইয়া