রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটির পজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় কাপ্তাইয়ে ঘুম থেকে ডেকে তুলে দুইজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
নিহতরা হলেন সুভাষ তনচঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তনচঙ্গ্যা (৩২)।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন জানান, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় একদল সশস্ত্র সন্ত্রাসী ধনঞ্জয় চাকমার বাড়িতে আসে। তারা ধনঞ্জয় ও সুভাষকে ঘুম থেকে ডেকে তুলে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত দুইজনই পাহাড়ের আঞ্চলিক দল জনসংহতি সমিতির সদস্য বলে স্থানীয়রা জানিয়েছেন। হামলাকারীরাও অন্য কোনো আঞ্চলিক দলের কর্মী ও প্রতিপক্ষ।
পুলিশের কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাবে। প্রাথমিকভাবে সুভাষের শরীরে দুইটি এবং ধনঞ্জয়ের শরীরে পাঁচটি গুলির চিহ্ন দেখা গেছে।
আইএনবি/বি.ভূঁইয়া